Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

 বটিয়াঘাটা উপজেলায় উল্লেখ যোগ্য ব্যবসা বাণিজ্য  নিম্নরূপ :

 

১। কৃষি ক্ষেত্রে : ধান, তীল,ডাল,সূর্যমূখী ফুলের চাষ হয়ে থাকে। এখানে বনজ ও ফলজ চারা তৈরীর ছোট ছোট নার্সারী কেন্দ্র আছে।

 

২। মৎস্য ক্ষেত্রে : চিংড়ি, পাঙ্গাস মাছের চাষ হয়। শৈলমারী নদীতে বর্ষা মৌসুমে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। এখানে  সরকারী ভাবে মৎস্য পোনা উৎপাদন কেন্দ্র আছে।

 

৩। প্রাণি সম্পদ : এখানে যথেষ্ট পোল্ট্রি মুরগীর চাষ হয় এবং স্থানীয় ভাবে গবাদী পশু পালন হয়।

 

৪। শিল্প ক্ষেত্রে :  ক্যাপ্টেন সি ফুড, বি আর বি ক্যাবল শিল্প, ফারুক সি ফুড, ৩টি আধুনিক ইট ভাটা আছে এবং দেশের প্রথম   বায়োটেকনোলজিক্যাল শিল্প কারখানা বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের কৈয়া এলাকায় স্থাপন করা হয়েছে।