Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

 নামকরণের ইতিহাসঃ

       বটিয়াঘাটা খুলনা জেলার একটি থানা যা ১৮৯২ সালে স্থাপিত । জানা যায় ১৯৬০ সালে নৌ,পুলিশ ক্যাম্প ছিল । পরে ১৮৯২ সালে পুলিশ ক্যাম্পটি থানায় রুপান্তরিত হয় । সাধারণভাবে জানা যায় যে, খুলনা থেকে কলকাতায় স্টীমারযোগে যাওয়ার পথে বটিয়াঘাটা একটি ঘাট ছিল এবং সুন্দরবন এলাকার অন্তর্ভূক্ত ছিল । সুন্দরবনের সুন্দরী কাঠের  তৈরী বৈঠা বিক্রি করার জন্য বিখ্যাত ছিল । পরবর্তীতে ঐ নাম অনুসারে বৈঠাঘাটা নাম হয়। যার পরবর্তী নাম বটিয়াঘাটা ।

 

১। সীমানাঃ উত্তরে খুলনা সদর ও রুপসা উপজেলা, পূর্বে ফকিরহাট ও রামপাল উপজেলা, দক্ষিনে দাকোপ ও পাইকগাছা উপজেলা, পশ্চিমে ডুমুরিয়া উপজেলা।

২। ভৌগোলিক অবস্থানঃ (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ)  ৮৯.২৪ দাঘিমাংশ, ২২.৪৬ অক্ষাংশ।

৩। আয়তন                         : ১৪৮ বর্গকিলোমিটার।

৪। জেলা সদর হতে দূরত্ব         :  ১০ কিঃমিঃ

৫। গ্রামের সংখ্যা                   :  ১৬৯

৬। ইউনিয়নের সংখ্যা             :  ৭

৭। মৌজার সংখ্যা                  :  ১৩২

৮। জনসংখ্যা                        :  ১,৭১,৬৯১ জন (পুরুষ ঃ ৮৬,৬৮৫,মহিলাঃ ৮৫,০০৬)

৯। মোট পরিবার সংখ্যা           :  ২৯৭৯৯

১০। শিক্ষার হার                     :  ৫২.৯৭%

১১। গড় বৃষ্টিপাত      : ক) সর্ব্বোচ্চ বৃষ্টিপাতঃ ২০৬১   খ)  সর্বনিম্ন বৃষ্টিপাতঃ ১৮৫২ মিঃমিঃ

১২। গড় আদ্রতা   :  ক) সর্ব্বোচ্চ আদ্রতা   ৭৫%    খ)  সর্বনিমণ আদ্রতাঃ ৬০%

১৩। গড় তাপমাত্রা   :  ক) সর্ব্বোচ্চ তাপমাত্রা  ৩১.৭  খ)  সর্বনিম্ন তাপমাত্রা  ২২.৩

১৪। নদ-নদীর সংখ্যা ও নাম  :  ৪টি,  (১) কাজিবাছা নদী, (২) শৈলমারী নদী, (৩) পশর নদী, (৪) ভদ্রা নদী

১৫। উল্লেখ যোগ্য খালের সংখ্যা ও নাম  :  ১৭টি, (১) তেতুলতলা, (২) খোনাবাড়িয়া ,(৩) পুটিমারী, (৪) ছয়ঘরিয়া, (৫)  আলুতলা,(৬) হোগলাডাংগা, (৭) সাচিবুনিয়া, (৮) হোগলবুনিয়া, (৯) হাটবাড়ী, (১০) খড়িয়া,(১১) আমতলা, (১২) সাক্ষীমারী, (১৩) বাদামতলা, (১৫) সুন্দরমহল, (১৬) সুখদাড়া (১৭) কাটাখালী খাল

১৬। বধ্যভূমির সংখ্যা ও নাম :  ২টি, গল্লামারী  ও  বাদামতলা

১৭। মুক্তিযোদ্ধাদের সংখ্যা : ১৬০

১৮। গুরতত্বপূর্ণ মুক্তিযুদ্ধ : ১) গল্লামারী রেডিও সেন্টার, (২) বারোয়াড়িয়া বাজার প্রাঙ্গন

১৯। কৃষি আবাদি জমির পরিমান : ৪৪,৪৯৪ একর

২০। মোট আবাদি জমির পরিমান : ৪২,৯০৬ ক) এক ফসলী  জমির পরিমান -  ২৭,০৮৯, (খ) দুফসলী জমির পরিমানঃ  ১৪,০৩৯,গ) তিন ফসলী জমির পরিমানঃ  ১৭৭৮,(ঘ)আউশ(সহানীয়): ৭০ ,(ঙ)আউশ(উন্নত):  ৪৯০

চ) আমন(সহানীয়): ২৯,৯৬০ (ছ) রোপা আমন(উফসী):  ১৪,৯৫০, (জ) বোরো(উফসী) ৬৮৯০,ঝ) গমঃ ০৪, (ঞ) পাটঃ  ০২ (ট) তুলা ০২ একর ।

২১। জলমহাল  : ৮৩

২২। পুকুর     :  ৩৭২৩

২৩। মৎস্য উৎপাদন (টন)   : ২০৯০ (ক) মৎস্য ঘেরের সংখ্যাঃ ৩১৬৫ (খ) উৎপাদিত মাছের নামঃ চিংড়ি, রুই, কাতলা, মৃগেল, সরপুটি, পারশে, সিলভার কাপ, পাঙ্গাশ, লায়লোটিকা, মাগুর ইত্যাদি ।

২৪। বিদ্যুতায়িত গ্রাম     :  ৬৫

২৫। বিদ্যুতায়িত বাড়ী   :   ৭৯৯১

২৬। ইট ভাটার সংখ্যা    :   ৪

২৭। উৎপাদিত ইট(সংখ্যা)    :  ৫,৫০,০০০                                                                            

২৮। ব্যাংকের সংখ্যা ও নাম : ৬টি ।

 (ক) সোনালী ব্যাংক, বটিয়াঘাটা শাখা

 (খ) রুপালী ব্যাংক, বটিয়াঘাটা শাখা

 (গ) পূবালী ব্যাংক, বটিয়াঘাটা শাখা

 (ঘ) কৃষি ব্যাংক, বটিয়াঘাটা শাখা

 (ঙ) অগ্রণী ব্যাংক, খুলনা বিশ্ববিদ্যালয় শাখা

 (চ) কৃষি ব্যাংক, বিরাট বাজার

 

২৯। শুরু থেকে উপজেলায় কর্মরত নির্বাহী অফিসারগণের নাম ও কার্যকাল

1)   জনাব আতিকুল হক -                                       ১২-১২-৮২ হতে ১৬-৩-৮৩

2)    জনাব বিমল কুমার কুন্ডু-                                  ১-৪-৮৩ হতে ৮-৯-৮৫

3)    জনাব মোঃ নেহাজ উদ্দিন চৌধুরী(ভাঃপ্রাঃ)              ৯-৯-৮৫ হতে  ২০-১০-৮০

4)    জনাব মোঃ আব্দুস সাত্তার -                                ২১-১০-৮৫ হতে ৩০-৪-৮৭

5)    জনাব মোঃ দেলোয়ার হোসেন-                             ৩০-৪-৮৭ হতে ২৬-৬-৮৯

6)    জনাব এ জেড এম আনোয়ারুল ইসলাম -                ২৬-৬-৮৯ হতে ১৮-১-৯২

7)    জনাব মোঃ কামরুল হক(ভাঃপ্রাঃ)-                       ১৯-১-৯২ হতে ২৯-২-৯২

8)    জনাব মোঃ আক্কাস আলী                                   ১-৩-৯২ হতে ১৮-৬-৯২

9)    জনাব এস,এম,ফয়সল আলম-                            ১৮-৬-৯২ হতে ৩-১-৯৬

10)  জনাব গোলাম মহিউদ্দিন -                                  ৬-১-৯৬ হতে ২৩-৪-৯৬

11)  জনাব মোঃ বেনজামিন হায়দার-                           ২৪-৪-৯৬ হতে ১৯-৭-৯৮

12)  জনাব মোঃ শাহনেওয়াজ তালুকদার(ভাঃপ্রাঃ)-            ২০-৭-৯৮ হতে ১৮-৮-৯৮

13)  জনাব এস,কে,ফিরোজ আহম্মেদ-                           ১৮-৮-৯৮ হতে ৪-১-২০০১

14)  জনাব মহঃ মনিরুজ্জামান(ভাঃপ্রাঃ)-                        ৪-১-২০০১ হতে ৭-১-২০০১

15)  জনাব মোঃ আশরাফুল ইসলাম-                             ৭-১-২০০১ হতে  ২২-২-২০০৪

16)  জনাব মোঃ জাহিদ কামাল-                                   ২২-২-২০০৪ হতে  ৩০-১১-২০০৬

17)  জনাব সরদার সরাফত আলী-                              ৩০-১১-২০০৬ হতে  ২৮-৮-২০০৮

18)  জনাব শামীম আহম্মেদ-                                      ৩১-৮-২০০৮ হতে  ২৯-১-২০০৯

19)  জনাব মোঃ মহসীন আলী(আঃদাঃ)-                         ২৯-১-২০০৯ হতে  ১৫-২-২০০৯

20)  জনাব মোঃ কামরুজ্জামান                                   ১৫-২-২০০৯ হতে ০৬-৬-২০১০ 

21)  জনাব আবুল কালাম আজাদ(ভাঃপ্রা)                      ৬-৬-২০১০ হতে ১৩-০৬-২০১০

22)  জনাব মোঃ সাজেদুর রহমান                               ১৩-৬-২০১০ হতে ১৯-১২-২০১১   

23)  জনাব নূবুল করিম ভূঁইয়া(ভাঃপ্রাঃ)                        ১৯-১২-২০১২ হতে ০৭-০১-২০১২

24)  জনাব মোঃ হেমায়েত হোসেন                              ০৮-০১-২০১২ হতে ২২-০৩-২০১২

25)  জনাব নূরুল করিম ভূইয়া(ভাঃপ্রাঃ)                      ২২-০৩-২০১২ হতে ০১-০৪-২০১২

26)  জনাব শান্তি মনি চাকমা-                                  ০১-০৪-২০১২ হতে ৩০-০৬-২০১৪

27)  জনাব মোহাম্মদ সামছুদ্দৌজা(অতিঃদাঃ)                       ৩০-০৬-২০১৪ হতে ১৩-০৭-২০১৪

28)  জনাব ড. মোঃ মিজানুর রহমান                           ১৩-০৭-২০১৪ হতে বর্তমান কর্মরত