Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বটিয়াঘাটার ইতিহাস

 

বটিয়াঘাটা নামকরণের ইতিহাসঃ  

বটিয়াঘাটা খুলনা জেলার একটি থানা যা ১৮৯২ সালে অবস্থিত । জানা যায়, ১৯৬০ সালে নৌ-পুলিশ ক্যাম্প ছিল । পরে ১৮৯২ সালে পুলিশ ক্যাম্পটি থানায় রুপান্তরিত হয় । সাধারণভাবে জানা যায় যে, খুলনা থেকে কলকাতায় স্টীমার যোগে যাওয়ার পথে বটিয়াঘাটায় একটি ঘাট ছিল এবং সুন্দরবন এলাকার অন্তর্ভূক্ত ছিল । সুন্দরবনের সুন্দরী কাঠের তৈরি বৈঠা বিক্রি করার জন্য বিখ্যাত ছিল এই বটিয়াঘাটা । পরবর্তীতে ঐ নাম অনুসারে বৈঠাঘাটা নামকরণ হয় । যার পরবর্তী নাম হয় বটিয়াঘাটা ।