Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

বার্তা

 

বটিয়াঘাটা উপজেলাটি জেলা সদর থেকে ১৩ কিঃমিঃ দূরে অবস্থিত। ০৭টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত। এ উপজেলাটি নদী বেস্টিত এলাকা হওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা কিছুটা বিচ্ছিন্ন। বিশেষ করে ৩টি ইউনিয়ন যথা-ভান্ডারকোট,বালিয়াডাঙ্গা এবং আমিরপুর ইউনিয়ন কাজীবাছা নদীর মাধ্যমে বিভক্ত হয়ে আছে। ০১ নং জলমা ইউনিয়নটি খুলনা সদর সংলগ্ন হওয়ায় রাতারাতি শহরায়নের দিকে এগুচ্ছে। ফলশ্রুতিতে দেশের বিভিন্ন এলাকা হতে লোকজন জমি ক্রয় করে বসতবাড়ি নির্মান করছে। যার দরুন কৃষি চাষাবাদযোগ্য জমির পরিমান দ্রুত হ্রাস পাচ্ছে।

 

শৈলমারী নদী ও রূপসা নদীর উপর যথাক্রমে শৈলমারী ব্রীজ ও রূপসা ব্রীজ নির্মানের ফলে বটিয়াঘাটা উপজেলার সাথে খুলনা জেলা শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধার সৃষ্টি হয়েছে। এলাকার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়েছে। দেশের সর্বপ্রথম এগ্রো বায়োটেকনোলোজিক্যাল শিল্প কারখানা জলমা ইউনিয়নের কৈয়া’য় স্থাপন করা হয়েছে। এর ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি মাধ্যমে এলাকার বেকার সমস্যার সমাধান হবে।এলাকার মানুষ বেশ অতিথিপরায়ন এবং সামাজিক।

 

আমি এ উপজেলায় যোগদানের পর হতে এলাকার সর্বস্তরের মানুষের কল্যাণে সরকারি নিয়ম নীতির মধ্য থেকে নিরলস কাজ করে যাচ্ছি।আমি সবার সহযোগিতা কামনা করি।